Tuesday, November 8, 2022

অন্তসত্বা মায়েরা সাবধান ! অন্তসত্বা থাকার সময় অতিরিক্ত কফি, চকোলেট এড়িয়ে চলুন

অন্তসত্বা মায়েরা সাবধান ! অন্তসত্বা থাকার সময় অতিরিক্ত কফি, চকোলেট এড়িয়ে চলুন


মেডিক্যাল নিউজ প্লাস, ০৮/১১/২০২২ :  অন্তঃসত্ত্বা মায়েরা সাবধান ! গর্ভধারনের সময় শরীরে অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণ করলে নবজাতকের উচ্চতা অন্তত এক ইঞ্চি কম হতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। গর্ভের নব জাতকের ওপর প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, তাই এই সময়টাতে অতিরিক্ত কফি, চকোলেট বা এমন কোনো খাদ্য যাতে ক্যাফেইন আছে, তা এড়িয়ে চলাই ভালো বলে মনে করছেন গবেষকরা।

বোর্ড স্বীকৃত ওবি-জীন এবং নিউট্রিশন সাপ্লিমেন্ট কোম্পানীর প্রতিষ্ঠাতা ড: মন্টে স্বরূপ এই বিষয়ে জানাতে গিয়ে বলেন, "অন্তঃসত্বকালীন মায়েদের খুব বেশি পরিমাণে ক্যাফেইন গ্রহণ করা উচিত নয়।  অবশ্য সারা দিনে সীমিত পরিমাণ ক্যাফেইন গ্রহণ করা যেতেই পারে। সে ক্ষেত্রে সারাদিন খুব বেশি হলে ২০০ মি.লি. ক্যাফেন গ্রহণ করা যায়।"  অর্থাৎ ক্যাফেইন জিনিসটাই গর্ভে থাকা ভ্রুনের ক্ষতি করতে পারে বলে মনে করা হচ্ছে। 

অন্তসত্বা অবস্থায় গর্ভধারিনী মায়েরা চিকিৎসকদের সংস্পর্শেই থাকেন। মায়ের কেস হিস্ট্রি দেখে চিকিৎসক নানান সতর্কবার্তা দিয়েও থাকেন। কিন্তু এবার এই অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞাও জুড়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আমাদের দেশে কফি খাওয়ার চল অনেকটাই বেড়েছে, তাছাড়া সামনেই আসতে চলেছে শীতকাল। এই সময়টাতেও কফি খাওয়ার অভ্যেস বেড়ে যায় বছরের অন্যান্য সময়ের চাইতে।  তবে শুধু কফি নয়, অন্তসত্বা থাকা র সময় মায়েদের নিয়ন্ত্রণে রাখা উচিত চকোলেট জাতীয় খাদ্য খাওয়ার অভ্যাসও। 

No comments:

Post a Comment