Monday, October 14, 2019

Health News - Eye

বয়সকালে শুষ্ক চোখ বাঁচাতে জিন থেরাপি অনবদ্য 


আজ খবর, ওয়াশিংটন, ১৪/১০/২০১৯ : সাম্প্রতিককালে উন্নত জিন থেরাপির মাধ্যমে বয়সকালে হওয়া শুষ্ক চোখের সবচেয়ে ভাল চিকিৎসা হয়ে উঠতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। যা কিনা বয়সকালে অন্ধত্বের হাত থেকেও রক্ষা করতে পারে। এই তথ্য প্রদান করা হয়েছে আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজির ১২৩তম বার্ষিক সম্মেলনে। সেখানে দেখানো হয়েছে, এমন  ছয়জন রোগীকে যাঁদের বয়সকালীন শুষ্ক চোখ বা এএমডি রয়েছে, এবং তাঁদের দীর্ঘ ছয় মাস ধরে চোখে কোনো ইনজেকশন দিতে হয়নি, যেখানে এই কেসে চার বা ছয় সপ্তাহ অন্তর ইনজেকশন দেওয়ার নিয়ম। 

গবেষকরা বলছেন, প্রতি মাসে রোগীদের যে চোখে ইনজেকশন নেওয়ার যন্ত্রনা তা থেকে মুক্তি দেবে এই জিন  থেরাপি।
শুধু তাই নয়, চোখের অন্যান্য অনেক অসুখ থেকেই রেহাই দিতে পারবে এই জিন থেরাপি।এএমডির  ক্ষেত্রে  এই জিন  থেরাপি এক কথায় নতুন বিপ্লব বলা যায়;  চোখের চিকিৎসায় এই আবিষ্কার নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে দাবি করেছেন ক্লিনিক্যাল রিসার্চের ম্যানেজিং ডিরেক্টর ও রেটিনা  সার্ভিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ অপথ্যালমোলজির  প্রধান নিউ ইয়র্কের ডক্টর জিলার্ড কিস; এএমডি হল চোখের সেই ক্ষয় জনিত রোগ, যেটি হয় মূলতঃ রেটিনা  কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে; এই রোগ চোখের ক্ষতি করে যখন রেটিনার পিছনে থাকা কোনো রক্ত নালিকা দুর্বল হয়ে পারে বা ক্ষতিগ্রস্ত হয়; এই সময় এই দুর্বল রক্ত নালিকাগুলি অনেক সময় ফুটো হয়ে যায় অথবা চোখের গুরুত্ত্বপূর্ন কোষগুলিকে নষ্ট করতে থাকে। 


No comments:

Post a Comment